Category: সুধীন্দ্রনাথ দত্ত

শ্রাবণ-বন্যা

সংকীর্ণ দিগন্ত-চক্র; অবলুপ্ত নিকট গগনে; পরিব্যাপ্ত পাংশুল সমতা; অবিশ্রান্ত অবিরল বক্রধারা ঝরিছে সঘনে; হাঁকে বজ্র বিস্মৃত মমতা; প্লাবিত পথের পাশে আনত বঙ্কিম তরুবীথি শিহরিছে প্রমত্ত ঝঞ্ঝায়; নিমজ্জিত প্রহরের বৃতি; ভেদ…

শাশ্বতী

শ্রান্ত বরষা, অবেলার অবসরে, প্রাঙ্গণে মেলে দিয়েছে শ্যামল কায়া; স্বর্ণ সুযোগে লুকাচুরি-খেলা করে গগনে-গগনে পলাতক আলো-ছায়া। আগত শরৎ অগোচর প্রতিবেশে; হানে মৃদঙ্গ বাতাসে প্রতিধ্বনি: মূক প্রতীক্ষা সমাপ্ত অবশেষে, মাঠে, ঘাটে,…