কবিতার আকাশ
[Since 2018]
বোধহীন পাখি স্বর্গ ভেবে উড়ে যায় নকল গাছে।
ভাঙ্গা বাড়ির অন্ধচোখে মোহর নিতান্ত মূল্যহীন।
কাঠের শিশু না বোঝে কোনটা কলম না বোঝে অস্ত্র।
কাল্পনিক উড়ছে উইয়ের ডানার মতো বোকা ও বলদ।
প্রজার অভাবে ভিখারী রাজপ্রাসাদ বোবার স্বভাবে।