Category: মেহেদি আশরাফ

মেহেদি আশরাফ এর ৫টি কবিতা

হাওয়াই রাত্রির রং রাত্রির ঘোলাটে মোড়ক ডুবে কঠিন রোদের ইশারায়— গতিশীল প্রাণে জাগে গৃহত্যাগের বাসনা শরমিন্দা রমণীর চোখে নক্ষত্রের আগুন বুকে আসে বাণী, আসে না মুখে দিনযাপনের দুঃখগুলো—ক্রান্তি ভুলে যায়…