কবিতার আকাশ
[Since 2018]
জোছনা ভেজা আমার আছে ঢেউ আয় দেখে যা!
ধর্ম সে কী? শিখতে গেলে পাবে চাঁদের মেকি।
ঝাঁঝরা দেহ নাফ নদীতে ভাসে আমার কেহ।
নত মুখোশ ঘোড়ার মল ভেজা আঙুল চোষ!
রঙের আশা উনুনে হাড়ি নেই পেটে তামাশা।
জলের গানে দেখেছি উইপোকা আমাকে টানে।
খেয়ালি মেঘে তোমাকে ভেবে ভেবে ভাসি আবেগে।
ভবের ভালো শালিকের মতোই হৃদয়ে কালো।
ডুমুরে আঁখি, বাতাস ছুঁয়ে ছুঁয়ে তোমাকে ডাকি।
ভাগাড়ে নদী, মৃত মাছের শোকে হাতালে গদি!