Category: কবিতা সিংহ

যাওয়া

মনের ভিতরে, মনে হাত রেখে বলো? — চাও? যথার্থ একেলা হতে ? — চাও ? চাও ততদিন যতদিন ল্যাজ নাড়ে গন্ধ ঘেঁষে ঘোরে— একপাল খ্যাতির কুকুর। একা হতে চেয়েছিলে তবু…

ঈশ্বরকে ইভ

আমিই প্রথম জেনেছিলাম উত্থান যা তারই ওপিঠ অধঃপতন । আলোও যেমন কালোও তেমন তোমার সৃজন জেনেছিলাম আমিই প্রথম । তোমার মানা বা না মানার সমান ওজন জেনেছিলাম আমিই প্রথম। জ্ঞানবৃক্ষ…