Category: অমিতাভ দাশ গুপ্ত

শেষ ঘোড়া

তুমি সেই শেষ ঘোড়া যার উপর আমার সর্বস্ব বাজি ধরেছি। একত্রিশ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এ আমার স্পেকুলেশন। তোমার ডাইনে সুইট ফায়ার, বাঁয়ে ব্লিডিং হার্ট, এক কদম পিছনে প্রিন্স কাজু; নেক্-টু-নেক্…

এসো স্পর্শ করো

এসো। ছোঁও। সম্পূর্ণ পাথর হয়ে গেছি কিনা, দ্যাখো। পাথরের বুক থেকে মাংস নাও, পাঁজরের রিডে রিডে চাপ দাও দশটি আঙুলে, আমাকে বাজাও তুমি বিঠোফেন-বালিকার হাত, বলো— আমি প্রত্ন নই, নই…