কবিতার আকাশ
[Since 2018]
ধর্মের চোখ এপাশে ধূলোস্তুপ অন্যদিকে শোক।
দুঃখের রঙ পৃথিবীর ঔরসে চোষে কে স্তন!
ধানের চারা খাওয়াচ্ছেন যারা দেখাচ্ছো বাড়া!
ধরার চাপে মাটিতে সরীসৃপ পুড়ছে শাপে।
রাতের তারা ঘর ছেড়েছে যারা সর্বস্ব হারা।