সেই যে পথের ধারে রানিবেশে শেষবার দেখা !
ভুলে গেলে পুষ্পরাগ — এরই মধ্যে বেদনানিঝুম ?
ভাবি, এই মধ্যরাতে তোমার কপালে কুমকুম
উদিত সূর্যের মতো — ভোরের প্রথম রূপরেখা ৷

স্বপ্নে এই হয় ৷ জয় অচিরাৎ ৷ চিরাগের আলো
বিরহ মানে না ৷ঘুম, ঘরের ভিতরে ঘুলঘুলি…
নীরবে সাজিয়ে রাখে অন্ধকার, প্রিয় ভুলগুলি ৷
একটি মুহূর্ত কবে মুখ তুলে বলেছিল, ভালো ৷

মনে পড়ে পুষ্পরাগ, রানিবেশ, সে-পথের ধার…
সবই আছে ৷কিন্তু খোলেনি আজও শপথের দ্বার ৷

 

Error: View 8fd5d04aed may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *