সকলই আন্দাজ, প্রিয় ৷ আর কত তির-তিরন্দাজ
অপেক্ষা সইব ? পাতা, মনে-মনে সাজাই অক্ষর ৷
অনুপুঙ্খ উন্মাদনা-সম্পাদনা লক্ষ্য করে আজ
অদৃশ্য বন্ধনটিকে ছিঁড়ে ফেলি নিজের ভিতর ৷

হয়তো সে-কৌতূহল সেতুটিকে গড়ে দেবে ঠিক ৷
একান্ত যৌতুক, তুমি আদিগন্ত কৌতুকের বশে
আমাকে ফেরাবে ৷ লাস্য ৷ অত:পর অদ্ভুত প্রেমিক
অপূর্ব কবিতা হয়ে দেখা দেবে চন্দ্রাহত-দোষে ৷

সকলই আন্দাজ, প্রিয় ৷ কী করে বলবো তাকে ভাণ !
আমাকে ডেকেছে তীর — নদী ওই মাসুদুজ্জামান ৷

 

Error: View 8fd5d04aed may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *