গলিত মগজ ফেলে উড়ে গ্যাছে মাছি।
বৃদ্ধ বসন্ত গিলে নিয়েছে আঁজলাভর্তি ভায়াগ্রা জল।
এয়ার ফ্রেশনারের বোতলভর্তি পরিমার্জিত পঁচা মাংসের ঘ্রাণ।
লাশগুলো ভুলে বসেছে হাঁটার সূত্র।
জাতির পতাকায় পেশাব করে যারা
তারা বসে আছে গদিমোড়া স্থাণু চেয়ারে।
চেতনার ভাস্কর্যে শ্যাওলা চেপে মুছে গ্যাছে রঙ।
এখন নতুন দিন,
মরা মাটি নতুন কুঁড়ির দখলে।
এখানে কেউ নতুনের নামতা জানে না।
Error: View d66762b70j may not exist