আজও আমি খণ্ডে খণ্ডে ভেঙে যাই
এই অখণ্ড নীলিমায়,
বর্তমানের বুক পকেটে সেই
সোনালি দিনের চিঠি।
আজও জোনাক স্মৃতিগুলো
বিসর্জন শোকে কাতর।
সেদিন অনন্ত মধ্যরাতে
আকাশে মেঘ ছিল না;
তোমার চুম্বনে নদী ফিরে
পেয়েছিল অভ্র।
অন্ধের লাঠি ধরে
আজও আমি হেঁটে বেড়াই
রূপোলি জলের ভেতর।
আজ সেই নিশিকাল
তুমি কেঁদেছিলে—
তাই আকাশও কেঁদেছিল।
Error: View 83bf94fkef may not exist