সূর্যাস্তের সময় ওই বিস্ময় রঙে
তার মুখ দেখেছি…!
কী দারুণ বদলে গেছে হাসি
অরূপ রঙের ইশারায়!

তারপর বছর বছর
তার ছবিতে রঙিন শব্দমালা
গেঁথে দিয়েছি!

আমি তাবৎ ব্যথার কোরকে মঞ্জুলে
প্রকৃতির ভেতর থেকে
কী নিবিড় লগ্ন হ’য়েছি তার সাথে।

 

Error: View c9da6a6i1z may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *