পাখির ওড়া তোমার কাছে কেমন লাগে?
পাখির ওড়াউড়ি ছটফটানি কেমন লাগে তোমার কাছে?
উড়েযাওয়া পাখি দেখেছো কখনও তুমি?

উড়ে যায় পাখি…!
চঞ্চু গ্রিবা শরীর টানটান; অথচ
…তখনও ছন্দ ডানায়…!

দীপিত পালকে বাতাস লেগে অবিন্যস্ত হ’তে দেখেছো…?
শতরঙ উড়েযাওয়া দেখেছো কখনও?

অতো দূর থেকে পাখনার চোয়ালের রঙ ঠিক বোঝা যাবে না;
কোনও কারুকার্য দেখা যাবে না সুদূর বিহঙ্গের;
অথচ, অবিকল এক হৃদস্পন্দন।

 

Error: View c9da6a6i1z may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *