যখন আকাশ ভেঙে পড়ছিলো আর মাঝে মাঝে
জলপ্রপাতের আয়না এসে ঝিলিক দিচ্ছিলো
আমাদের বদ্ধ চোখে, নৈরাজ্যের শব্দে এফোঁড়-ওফোঁড়
হয়ে বহু ওপরে উথলে উঠছিলো সমুদ্র…,
তখন আমরা বসেছিলাম গুহার ভেতর এলোমেলো
পাথরের ওপর, শ্বাপদ ও সরীসৃপ, স্থির আর জড়সড়।
একটি মথ শুধু একবার উড়ে গিয়েছিলো এদিক থেকে
ওদিক আর আমরা সকলেই ছিলাম অপেক্ষমাণ,
চিত্রতারকাময়, অন্ধকার গুহায়।
Error: View 74d81ebx38 may not exist