বুঝছি যে ম্যাজিক, কিন্তু কিছুতেই ধরতে পারছি না।

প্রথমে ধোঁয়া উড়তে শুরু করছে, তারপর সেই ধোঁয়া গাঢ়
আর দ্রুত হয়ে উঠছে।

বুককেসের পাটাতনে তো হলুদ আগুনই জ্বলে উঠলো!
ঠিক যে রকম ভয় পাচ্ছিলাম। তারপর অবশ্য নিভেও গেল,
পুরোপুরি।

সবচেয়ে সুন্দরী আর লাস্যময়ী যে মেয়েটা বসে ছিলো, সেই
দেখাচ্ছিলো খেলাটা। আরো দু’টি মেয়ে ছিলো ঘরে। তারা অবশ্য
মোটেও অবাক হচ্ছিলো না।

লাইব্রেরির মতো বড় ঘরটার যেখানেই মেয়েটা তাকাচ্ছিলো
সেখানেই ধোঁয়া উড়তে শুরু করছিলো। স্যান্ডেলের পেছনে,
পিরিচের পাশে, টেবিলের ওপর, সর্বত্র।

বুঝছিলাম যে ম্যাজিক, কিন্তু কিছুতেই ধরতে পারছিলাম না।

 

Error: View 74d81ebx38 may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *