স্বপ্ন এখন দুঃস্বপ্নের বেড়াজালে আবদ্ধ—
থমকে গেছে সময়, ঠাস ঠাস করে ভেঙে গেছে বিবেকের দেয়াল।
আগুনের ফুলকিতে রাঙা হয়ে যাওয়া উদ্যমী উচ্চাশাকে দমিয়ে রেখেছি
করাতকলের মতো কেটে যাওয়া নিশ্চিদ্র ভাবনাগুলোকে জিইয়ে রেখেছি
কখনো শীতলতায় কখনো উষ্ণ পরশে নির্ঘুম রাতের স্বপ্ন এঁকেছি
দুর্বিনীত সময়ের ভঙ্গুরতা ভেঙে নিরানন্দ জীবন কাটিয়েছি
আকাশ ভরা জলার্দ্র মেঘের নিরন্তর চলাচল দেখেছি।
কিছু সুখ খুঁজে পাবো এই বিশ্বাসে—
অথচ সব কেমন যেন এলোমেলো, অগোছালো—
বেঁচে থাকতে চেয়েছিলাম অনেককাল; অনেক বছর
যেমন বেঁচে থাকে অসীম সমুদ্র; অনন্ত বাতাস
যেমন বেঁচে থাকে সহস্র বছরের পুরোনো চাঁদ
যেমন বেঁচে থাকে জনপথ; আততায়ি বিকেল
যেমন বেঁচে থাকে অদম্য ইচ্ছের কুচকাওয়াজ
যেমন বেঁচে থাকে এক ঝাঁক রৌদ্রের ঝিলিক
যেমন বেঁচে থাকে নিঃশব্দে ঘুনপোকা
যেমন বেঁচে থাকে নির্জন পথের ছায়া।