আগুন দগ্ধ করে পৃথিবীর যাবতীয় ঘাম
শুঙ্ককাঠ মরাদেহ
বস্তুব্যাধি জটিল হৃদয়
শীর্ণকায় ছায়াপথ বইপত্র
পুরানো ঠিকানা;
মানুষের সম্বন্ধ খ্যাতি লোভ হিংসা ভয়
পোড়ে না আগুনে!
উড়োমেঘ ছায়া ফেলে পূর্বাপর
দেখে দগ্ধ মানুষের চোখ
দেখে অবগাহনরত নীলছায়া
দেখে এই মানুষের যাপিত জীবন;
তবু চোখ আকাশের মতো সর্বগামী হয় না কখনো,
তবু চোখ সর্বাংশে খণ্ডিত আকাশ।
Error: View 025c329dwl may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন