বিশ্বাস ও বিজ্ঞান পাশাপাশি চলে…
অগ্রজকণ্ঠেই প্রথম এই কথা শুনেছিল
কোনো এক সুবোধ বালক— সেই কবে—
যখন সে মাড়ায় নি পিতৃনিষেধের চৌকাঠও
সেই থেকে অপলক চোখে তার বিশ্বাস ও বিজ্ঞান
রেলের দু-রেখা হয়ে আছে:
একটি অন্ধ— অদৃশ্যনামেই যার সকল আস্থা;
অন্যটি এগিয়ে চলে, অন্ধ তার হাত ধরে রাখে
যার কাছে প্রশ্নোত্তরে শুধু চোখরাঙানি, ধমক বেধড়ক
তার কাছে থামে নি সে-বালকের কৌতূহল ট্রেন
বরং ছুটেছে আরও দুর্বার…
অনেক চড়াই-উৎরাই পেরিয়ে
প্রগতিপথেই আজ যৌবন তার অমিত সম্ভাবনার—
মানুষকে পৃথিবীকে আরও বেশি দেবার
হাত খুলে দিয়ে যাবে তাই
সীমানা পেরিয়ে যাবে এইভাবে— আরও দূর নক্ষত্রপথে
পশ্চাতে পা রাখা অন্যজন নেবে তার সকল সুযোগ!
Error: View cab3802hsw may not exist