সন্ধ্যা হতে কাঁদছে আকাশ, রিনরিন
স্মৃতিরা ভিজছে তোমাকে নিয়ে
ইউরোপ বড়ো ম্লেচ্ছ, ঋতুজ্ঞানহীন
শীত আসে ছাতা মাথায় দিয়ে

শীতবৃষ্টি, শীতবৃষ্টি, পাহাড় কাঁপাকাঁপি
ব্যালকনিতে পাখিদের জল-চুমো
একলা ঘরে হিটারের জ্বর মাপি
মিস করছি তোমার গায়ের ওমও

বিজন ট্রেনে কয়েকজোড়া ভিজে ভালোবাসা
ঠাণ্ডা আলোয় ঠোঁট — সেতুতে উঠেছে ধোঁয়াশা
ওদের জন্যই শীতের বৃষ্টি। জলও নিরব প্রেমি
ঠোঁটের আগুনে প্রেমের যজ্ঞ। জ্বলছি নাকি আমি?

তুমিও রয়েছ বাংলাদেশে, ভাদ্র মাসের ভাপে
জানলে না তো, বৃষ্টি হয়ে ঝরছো ইউরোপে

 

Error: View 76b9efdr3n may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *