কিছু কি দেখতে পাচ্ছো? কয়েক কিলোমিটার দূরে?
কয়েক বছর পর দুপুর বিকেল কিছু দেখতে পাচ্ছো তুমি?
–আমাদের এই দেহ আমরা তো নিজেরাই বয়ে নিয়ে চলি।
শরৎকালের কথা বলো কিছু–তোমার দেশের
হেমন্তের কথা কিছু বলো
–পার্কের বেঞ্চিগুলো ভর্তি সব–দোকানের গাছগুলো কৃত্রিম, বানানো।
শূন্যতা সম্পর্কে তুমি ভাবো বেশী–ল্যান্সডাউন রোডের বিকেলে
স্কুটারসুন্দরী কিছু বলেনি তোমাকে কোনোদিন?
–মাথায় স্তব্ধতা, জিভ, চূড়ান্ত বিরক্ত আর বোবা।
স্বদেশের সমাজের সমসাময়িক কোনো কথা
–এই তো পাশের বাড়ি থেকে
মা অথবা ছোটো বোন আঁচলে লুকিয়ে চাল নিয়ে আসছে দ্রুত।
খুঁজে দেখেছিলে পথগুলো?
রাস্তায় নেমেছো, নাকি দেয়াল-আয়নায় ঘুরে মরেছো শুধুই?
–গুপ্তদা-কে, জানি আমি, একটু খুশী করতে পারলে জীবনে শান্তি পাওয়া যেতো।
তেমন বিশেষ কিছু ভালোবাসা?– ঘুমপাড়ানি গান।
আগামী শতক নিয়ে কিছু?
–আমার নিবিড় মুখ গড়ায় মুখের থেকে মুখ থেকে মুখে।