ভিক্ষা যদি করিই, হব রাজভিখিরি
সোনার থালা ধরব মেলে—
দিতে চাইলে মোহর দিয়ো রাজকুমারী
মোহর দিয়ো, মোহর দিয়ো. মোহর দিয়ো।
কানাকড়ির চাইতে আমার শূন্য থালা, সোনার থালা
অনেক দামি
তাই সামান্য দিলে আমার ভরবে না মন;
ভিক্ষা যদি করিই, তুমি মোহার দিয়ো।
রাজকুমারী, তোমাকে চাই। নেই অর্ধেক রাজত্বে লোভ।
রাজমুকুটের লালসা নেই; সিংহাসনে বসার চেয়ে
তোমার পায়ের কাছে বসে থাকা
অধিক প্রিয়।
তাই সামান্য দিলে আমার ভরবে না মন;
ভিক্ষা যদি করিই, তুমি মোহর দিয়ো।