হে শরৎ
তুমি মাঝে মাঝে ভিজাও
এক পশলা বৃষ্টিতে আমায়,
বৃষ্টিভেজা ঠাণ্ডা কাশফুলের ছোঁয়া
লাগে আমার জামায়।
হে শরৎ
তোমার আকাশে তুলো বর্ণের মেঘ
ভেসে বেড়ায় আমার স্বপ্ন ধরে
তোমার সাথে সজীব বৃক্ষ দেখে
মন আমার খুশিতে যায় ভরে।
হে শরৎ
ষড়ঋতুর এ দেশে তুমি আসো
এত রোদ-ঝড়-বাদল উপেক্ষা করে
মনে হয় যেন সব ঋতু তোমায়
পথ করে দিতে যায় সরে।
হে শরৎ
তোমায় নিয়ে এত ছড়া-গান-কবিতা
যার পাই না খুঁজে কোনো অন্ত
তবুও তুমি কেন এত মধুর
তোমার ব্যপ্তি চিরকাল অনন্ত।
Error: View 025c329dwl may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন