শরৎ মানে প্রকৃতিতে
অপরূপ এক সাজ,
গাছ-পালা আর লতায়পাতায়
সবুজ কারুকাজ।
শরৎ মানে নদীর দুপার
সাদা কাশের চর,
হিজল গাছে হলদে পাখির
হলুদ বরণ ঘর।
শরৎ মানে মাঝির কণ্ঠে
জারি-সারি গান,
মাঠে মাঠে সোনার ধারে
ব্যাকুল চাষীর প্রাণ।
শরৎ মানে রাতের তারা
বাঁকা নায়ের চাঁদ,
পুকুর পাড়ে ঝোপে-ঝাড়ে
জোনাক পোকার ফাঁদ।
শরৎ মানে ফুলে ফুলে
প্রজাপতির মেলা,
দিঘির জলে ভাসছে যেনো
সাদা বকের ভেলা।
শরৎ মানে ঝিঁঝিঁ পোকার
দারুণ ডাকাডাকি
শিশির ঝরে পাতার ঠোঁটে
রোদের মাখামাখি।
Error: View 025c329dwl may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন