স্পর্শের স্কুলে এসো, সপ্তম পিরিয়ড ছুঁয়ে দাঁড়িয়ে আছি আমি। যদি বাঁশি বাজে ভুলে যাবো হিব্রুদের সন্ধিবিচ্ছেদ, প্রণয় ও প্রাচীন মহিমা। তুমি স্বপ্ন খোলো… খুলে দাও শিশিরকাহিনী।
একঝাঁক পাখি মহুয়ার ঘরে রেখে যায় ঘুম, ডানার প্রচ্ছদে যার সিন্ধুপুরুষ। কোনো কোনো অন্ধকার প্রশ্নের মতো- মিত্রাক্ষর থেকে জন্ম নেয়া সাইবারছায়া।
উড়ালমঞ্জুরী নিয়ে যাই- দৃশ্যের চোখে একবেলা অপলক চোখ, যেন পুষ্প ছিঁড়ে যায়। একেকটা লকবই কেঁদে ওঠে চিঠির মতো। কেউ কি জানে তোমার শরীর ভরা অজস্র সময়, তুমি আজ অপার প্রযুক্তিবেলা।
Error: View fb876cfshl may not exist