আজ রাতে হঠাৎ করে অবাক হলাম খুব, দুধের গ্লাসে মদের গন্ধ। মাঝে মাঝে অদ্ভুত কিছু ঘটনা ঘটে… মানুষের বিবেকের অবগাহনে। তোমার বেলায় হয়তো তাই কিংবা ভুল জিনিসের প্রতি নেশা পেয়ে বসেছে। নতুন কোনো কথার পক্ষপাত অথবা সংস্কৃতিমনা একটা কালো বেড়ালের নেহাত লেজ দেখা তাই ভাগ্যের ব্যপার, আমার মতো ছাপোষা মানুষের। সময়ের সাথে সাথে আমার রুচির একটা আমূল রঙ বদলে নিলাম… রাতের প্রথম প্রহরে।
Error: View fb876cfshl may not exist