তুমি সারারাত মেঘ মাখামাখি করেছ। সমস্ত শরীরে। মেঘগুলো আকাশের শরীর। পৃথিবীকে এই গল্প শুনিয়েছে নির্বাক বাবলা গাছ। সমস্ত বিষধর-কাঁটা মাথায় নিয়ে চলতে চলতে একবার প্রাণ খেয়েছিল বাবলা গাছ। বিষের কাঁটার হাত পা ঢুকে গেছে দেহের ভেতর। এগুলো মরণের হাত পা। আদিম ঈশ্বরের হাত থেকে পড়ে গেছে পৃথিবীর আত্মায়। আজ আর স্বপ্ন কুড়িয়ে পাওয়া যায় না। ঝুপটি মেরে স্বপ্নগুলো লুকিয়ে থাকে মুদ্রার ইচ্ছার ভেতর। তবুও মুদ্রার অন্তর খেয়ে বেঁচে আছে অবিশ্বাসের দীর্ঘশ্বাস। তারাই হলো মুদ্রার ইচ্ছার পাহারাদার। কবে যে প্রাণের ভিক্ষা চেয়ে জীবনের সাথে প্রাণ-প্রতারণা করেছি। তাই তো প্রাণের ভরে জ্বলছে পৃথিবী।
Error: View fb876cfshl may not exist