প্রতিদিন ভাবি মাকে ফোন করবো, হাত বোলাই মুঠোফোনে, মনে মনে কতো কথা বলি। প্রেমিকা কি বন্ধুকে, প্রতীক্ষারত সহোদরা আর শৈশবের জলপুকুরকেও, কতো কী এখনও বলার!
প্রকাশক, রাজনীতিবিদ কিংবা ছাত্রছাত্রীদের কতো কথা বলি সমুখে বসিয়ে, ছাত্ররাজনীতির দিনে যেমন গাছের সঙ্গে বক্তৃতাপর্ব রিহার্সাল।
যারা অন্ধের মতো চাবুক হাতে ছুটে যায় এবং যারা কৃষিক্ষেতে প্রেরিত পুরুষ; সবার জন্য আমার কথারা ব্যাকুল অভিসারে… কষ্টের ফুল হয়ে ফুটে থাকে ঝরে যাবে বলে।
Error: View fb876cfshl may not exist