শরতে এই খেতের ফসল কৃষকেরা তুলে নিয়েছে কবে। দেখো সে জমিনে এখন বসার কত ভালো জায়গা। প্রকৃতি হাতে করে দিয়েছে এইসব। হেমন্ত এসে ডিঙ্গুর পেড়ে বেলা পাঠিয়ে আমাদের অজান্তেই ঘটনা ঘটিয়েছে কত। আর অজান্তেই হৃদয়ে মধু-ফোটা প্রেম আসে কখন! আমি কিছু খুঁজতে আসিনি, তবু প্রিয় কিছু দেখা হয়। মনে হয় ছুটে যাই, ছুটতে থাকি, পৌঁছে যাই সেইখানে। দেখো কত সহজে বাসনাগুলো ফের ঘাস হয়ে জন্মায় সোঁদা মাটির ভুঁয়ে। নীল ও বেগুনি ফুলের ঘ্রাণে ভেসে উড়ে বেড়ায় মাছি। কী যেন নিঃসঙ্গতার গান গায়, বিষণ্ন বেলার ভাঙা গান! আমাকে আহ্বান করেছ তোমরাই- ঠিক কাছটিতে, বোসলাম তোমাদেরই ভড়ংহীন পাশে। আমাকে বুঝানোর অর্থের কিছু প্রয়োজন নেই। অর্থবোধ ঝরে যাওয়া ঘনিষ্ঠ সুরের মৃদুছন্দ সুর-স্রোত বয়ে বয়ে যাক।
Error: View fb876cfshl may not exist