পানকৌড়ির পাখায় আরশিদুপুর;
টিনের চালে বর্ষাদারুর ঢেউ;
প্রেয়সীর আঙুলচূড়ায় দুলছে কাব্যকারু—
মন্দিরা বাজে আষাঢ়ের ঘনজলে!
হেঁশেলঘরের মাটির গাঢ়রঙ,
স্মৃতির উঠোন লেপছে আজকে খুব!
প্রেয়সীর শ্বাসে পদ্মাপাড়ের জুড়ান—
সারগাম ভাসে আষাঢ়ের ঘনজলে!
অশ্বত্থতলে পীপিলিকা বোনে গল্প;
হাওয়ার বানে কদমফুলের উঁকি;
প্রেয়সীর মুখে মন্দির-মায়া ভাসে—
বন্দনা বহে আষাঢ়ের ঘনজলে!

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *