যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালোবাসা পাই ব্যাপক দীর্ঘপথে
তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালোবাসা পাই শীতের রাতের শেষে
মখমল দিন পাবো
যদি ভালোবাসা পাই পাহাড় ডিঙাবো আর
সমুদ্র সাঁতরাবো
যদি ভালোবাসা পাই আমার আকাশ হবে
দ্রুত শরতের নীল
যদি ভালোবাসা পাই জীবনে আমিও পাব
মধ্য-অন্ত্যমিল।
যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব
জীবনের ভুলগুলি
যদি ভালোবাসা পাই শিল্পদীর্ঘপথে
বয়ে যাবো কাঁথাগুলি…
Error: View 990128387u may not exist
প্রেমের কবিতাসমূহ
Error: View b6c189blmh may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন