লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না,
হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না,
কতগুলি রাজহাঁস দেখি
নরম শরীর ভরা রাজহাঁস দেখি,
কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না
শিশুটিকে কোথাও দেখি না!
তবে কি বউটি রাজহাঁস?
তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ?
অনেক যুদ্ধ গেলো,
অনেক রক্ত গেলো,
শিমুল তুলোর মতো সোনারূপো ছড়ালো বাতাস।
ছোটো ভাইটিকে আমি কোথাও দেখি না,
নরোম নোলক পরা বোনটিকে আজ আর কোথাও দেখি না!
কেবল পতাকা দেখি,
কেল উৎসব দেখি ,
স্বাধীনতা দেখি!
তবে কি আমার ভাই আজ ঐ স্বাধীন পাতাকা?
তবে কি আমার বোন তিমিরের বেদীতে উৎসব?
Error: View 8ab5c96kgm may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন