সোণে ভরিলী করুণা নাবী ।
রূপা থোই মহিকে ঠাবী ॥ধ্রু॥
বাহ তু কামালি গঅণ উবেসেঁ ।
গেলী জাম বাহুড়ই কইসেঁ ॥ধ্রু॥
খুন্টি উপাড়ী মেলিলি কাছি ।
বাহ তু কামালি সদ্গুরু পূছি ॥ধ্রু॥
মাঙ্গত চড়িলে চউদিস চাহই।
কেড়ুআল নাহি কেঁ কি বাহবকে পারই ॥
বাম দাহিণ চাপী মিলি মিলিমাঙ্গা।
বাটত মিলিল মহাসুহ সাঙ্গা ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
করুণা-নৌকা পূর্ণ সোনায়,
রুপা রাখবার জায়গা কোথায়?
যাও রে, কামলি, আকাশের দেশে–
জন্ম গেলে কি আর ফিরবে সে?
খুঁটি উপড়িয়ে, কাছি খুলে শেষে,
বাও রে, কামলি, গুরু-উপদেশে।
গলুইতে চ’ড়ে চৌদিকে চাও,
হাল তো নাই, কে বাইবে এ-নাও?
বাঁয়ে আর ডানে চেপে চেপে গেলে
ঠিক পথ পেয়ে মহাসুখ মেলে।