তা দেখি কাহ্ন বিমণা ভইলা ॥
কাহ্ন কহি গই করিব নিবাস ।
জো মণ গোঅর সো উআস ॥
তে তীনি তে তীনি তীনি হো ভিন্না
ভণই কাহ্নভব পরিচ্ছিন্না ॥
জে জে আইলা তে তে গেলা ।
অবণাগবণে কাহ্ন বিমণা ভইলা॥
হেরি সে কাহ্নি নিঅড়ি জিনিউর বট্টই।
ভণই কাহ্নি মো হিঅহি ন পইসই ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
আলিতে কালিতে পথ আটকায়,
তাই দেখে কানু বিমনাঃ, হায়!
কানু বলে, কই করব রে বাস?
যারা মন জানে তারা উদাস।
তিন জন তারা, তারা যে ভিন্ন,
কানু বলে, তারা ভবচ্ছিন্ন।
এই আসে তারা, এই হয় হাওয়া
বিমনাঃ কানু এ’ আসা ও যাওয়ায়।
নিকটেই জিনপুর: কীভাবে
মোহান্ধ কানু সেখানে পালাবে?
Error: View 329bdb9bsf may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন