ভব নিব্বাণে পড়হ মাদলা ।
মণ পবণ বেণি করন্ড কশালা ॥
জঅ জঅ দুন্দুহি সাদ উছলিআঁ ।
কাহ্ন ডোম্বী বিবাহে চলিআ ॥
ডোম্বী বিবাহিআ আহরিউ জাম ।
জউতুকে কিঅ অণুত্তর ধাম ॥
অহণিসি সুরঅ পসঙ্গে জাই ।
জোইণি জালে রঅণি পোহাই ॥
ডোম্বী-এর সঙ্গে জো জোই রত্ত ।
খণহ ন ছাড়ই সহজ-উন্মত্ত ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

ভব নির্বাণ, পটহ মাদল;
মন ও পবন, কাঁসি আর ঢোল;
দুন্দুভি বাজে জয়-জয়-রবে,
কানু-ডোমনির আজ বিয়ে হবে।
ডোমনিকে বিয়ে ক’রে জাত গেল,
শ্রেষ্ঠ ধর্ম যৌতুক পেল;
কাটে নিশিদিন সুরত-রঙ্গে,
রজনি পোহায় যোগিনী-সঙ্গে–
যে-যোগী মজেছে ডোমনির পাঁকে
প্রাণ গেলে তবু ছাড়ে না সে তাকে।

 

Error: View 329bdb9bsf may not exist

আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *