সূজ লাউ সসি লাগেলি তান্তী ।
অণহা দান্ডী চাকি কিঅউ অবধূতী ॥
বাজই আলো সহি হেরুঅ বীণা ।
সূণ তান্তি ধনি বিলসই করুণা ॥
আলি কালি বেণি সারি মুণিআ ।
গঅবর সমরস সান্ধি গুণিআ ॥
জবেঁ করহা করহকলে চাপিউ ।
বতিস তান্তি ধনি সঅল বিআপিউ ॥
নাচন্তি বাজিল গান্তি দেবী ।
বুদ্ধ নাটক বিসমা হোই ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

সূর্য হ’ল লাউ আর তার হ’ল চন্দ্র,
অবধূতি চাকি হ’ল, অনাহত দণ্ড;
হেরুক-বীণাটি বেজে ওঠে, সখী ও লো,
করুণায় শূন্য-তন্ত্রী বিলসিত হ’ল–
আলি-কালি দুই সুর হ’ল তাতে বন্দি,
গজবর, সমরস বীণাটির সন্ধি।
করতলে করপার্শ্ব চাপ দিলে পরে
বত্রিশ তন্ত্রীতে সব পরিব্যাপ্ত করে–
বজ্রাচার্য নৃত্য করে, দেবী ধরে গান,
বুদ্ধনাটকের তবে হয় অবসান।

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *