সূজ লাউ সসি লাগেলি তান্তী ।
অণহা দান্ডী চাকি কিঅউ অবধূতী ॥
বাজই আলো সহি হেরুঅ বীণা ।
সূণ তান্তি ধনি বিলসই করুণা ॥
আলি কালি বেণি সারি মুণিআ ।
গঅবর সমরস সান্ধি গুণিআ ॥
জবেঁ করহা করহকলে চাপিউ ।
বতিস তান্তি ধনি সঅল বিআপিউ ॥
নাচন্তি বাজিল গান্তি দেবী ।
বুদ্ধ নাটক বিসমা হোই ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
সূর্য হ’ল লাউ আর তার হ’ল চন্দ্র,
অবধূতি চাকি হ’ল, অনাহত দণ্ড;
হেরুক-বীণাটি বেজে ওঠে, সখী ও লো,
করুণায় শূন্য-তন্ত্রী বিলসিত হ’ল–
আলি-কালি দুই সুর হ’ল তাতে বন্দি,
গজবর, সমরস বীণাটির সন্ধি।
করতলে করপার্শ্ব চাপ দিলে পরে
বত্রিশ তন্ত্রীতে সব পরিব্যাপ্ত করে–
বজ্রাচার্য নৃত্য করে, দেবী ধরে গান,
বুদ্ধনাটকের তবে হয় অবসান।