তিশরণ ণাবী কিঅ আঠক মারী।
নিঅ দেহ করুণা শূন মেহেরী॥
তরিত্তা ভবজলধি জিম করি মাঅ সুইণা।
মাঝ বেণী তরঙ্গ মই মুনিআ ॥
পাঞ্চ তথাগত কিঅ কেড় আল ।
বাহহ কাঅ কাহ্নিল মাআজাল ॥
গন্ধ-পরসরস জইসো তইসো।
ণিংদ বিহুনে সুইণ জইসো ॥
চিঅ কন্ডাহার সুণত মাঙ্গে।
চলিলা কাহ্ন মহাসুহ সাঙ্গে ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

ত্রিশরণ-নায়ে, আট কামরায়
এ-দেহ ভাসিয়ে দেখি
আমারই আপন দেহে মিলে যায়
শূন্য-করুণা, এ কী!
স্বপ্ন ও মায়া জেনে এ-জীবন,
ভবনদী তরলাম,
মাঝগাঙে এক ঢেউয়ের মতন
অনুভব করলাম।
পাঁচ তথাগতে দাঁড় ক’রে দেহ-নায়ে
কানু পার্থিব মায়াজাল ত’রে যায়।
গন্ধ রস ও স্পর্শ থাকুক
নিদ্রাবিহীন স্বপ্নের মতো,
শূন্যে, মনেরে মাঝি ক’রে, সুখ–
সঙ্গমে কানু হ’ল নির্গত।

 

Error: View 329bdb9bsf may not exist

আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *