নাড়ি শক্তি দিঢ় ধরিআ খাটে।
অনহা ডমরু বাজই বীর নাদে ॥
কাহ্ণ কাপালি জোই পইঠ অচারে ।
দেহ নঅরী বিহরইে একারেঁ ॥
আলি কালি ঘন্টা নেউর চরণে ।
রবি শশী কুন্ডল কিউ আভরণে ॥ধ্রু॥
রাগ দেশ মোহ লইআ ছার ।
পরম মোখ লভই মুত্তিহার ॥
মারি সাসু ননন্দঘরে সালী ।
মাঅ মারি কাহ্ণ ভইঅ কবালী ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

দৃঢ়করে ধরা নাড়ির তরু
বাজে অনাহত বীর-ডমরু
কানু যোগাচার সাধন করে,
একাকার ঘোরে দেহ-নগরে।
আলি-কালি পায়ে নূপুর ক’রে
সূর্য-চাঁদের মাকড়ি প’রে
ষড়্রিপু ক’রে ভস্মসার
পরে সে মোক্ষমুক্তাহার।
মেরে সে শাশুড়ি ননদ শালি
এবং মায়াকে, কানু কাপালিক।

 

Error: View 329bdb9bsf may not exist

আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *