নগর বাহিরি রে ডোম্বি তোহোরি কুড়িআ ।
ছোই ছোই জাসি বাম্হণ নাড়িআ ॥
আলো ডোম্বি তোএ সম করিব মই সাঙ্গ ।
নিঘিণ কাহ্ন কাপালি জোই লাঙ্গ ॥
এক সো পদমা চউসট্ঠী পাখুড়ি ।
তহিঁ চড়ি নাচই ডোম্বি বাপুড়ি ॥
হালো ডোম্বি তো পুছমি সদভাবে ।
আইসসি জাসি ডোম্বি কাহেরি নাবেঁ ॥
তান্তি বিকণহ ডোম্বি অবর মো চাঙ্গিড়া ।
তোহোর অন্তরে ছাড়ি নড়-পেড়া ॥
তু লো ডোম্বি হউ কাপালী।
তোহোর অন্তরে মোএ ঘালিলি হাড়েরি মালী ॥
সরবর ভাঞ্জিঅ ডোম্বি খাহ মোলাণ ।
মারমি ডোম্বি লেমি পরাণ ॥
গান: আলীম মাহমুদ
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
লো ডোমনি, তোর নগর-বাইরে ঘর,
নেড়া বামুন আমায় স্পর্শ কর্!
আ লো ডোমনি, তোরে আমি সাঙ্গা করব ঠিক,
জাত বাছে না কানু, সে যে নগ্ন কাপালিক।
একখানি সে পদ্ম, তাতে চৌষট্টিটা পাপড়ি,
তার উপরে ডোমনি নাচে, কী নৃত্য তার, বাপ রে!
ডোমনি, তোরে প্রশ্ন করি, সত্যি ক’রে বল্,
কার নায়ে তুই এপার-ওপার করিস চলাচল?
আমার কাছে বিক্রি করিস চাঙাড়ি আর তাঁত,
নটের পেটরা, তোর জন্যেই, দিই না তাতে হাত।
তোর জন্যেই, হ্যাঁ লো ডোমনি, তোর জন্যেই যে
এই কাপালিক হাড়ের মালা গলায় পরেছে।
পুকুর খুঁড়ে মৃণাল-সুধা করিস ডোমনি পান–
ডোমনি, তোরে মারব আমি, নেব রে তোর প্রাণ!
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন