বিষ্টি এল কাশবনে
জাগল সাড়া ঘাসবনে,
বকের সারি কোথায় রে
লুকিয়ে গেল বাঁশবনে।
নদীতে নাই খেয়া যে,
ডাকল দূরে দেয়া যে,
কোন সে বনের আড়ালে
ফুটল আবার কেয়া যে।
গাঁয়ের নামটি হাটখোলা,
বিষ্টি বাদল দেয় দোলা,
রাখাল ছেলে মেঘ দেখে,
যায় দাঁড়িয়ে পথ-ভোলা।
মেঘের আঁধার মন টানে,
যায় সে ছুটে কোনখানে,
আউস ধানের মাঠ ছেড়ে
আমন ধানের দেশ পানে।
Error: View d967fb9zmt may not exist