তুলি দুই হাত করি মোনাজাত
______হে রহিম রাহমান
কত সুন্দর করিয়া ধরণী
______মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কণ্ঠে গান
______সকলি তোমার দান।
মাতা, পিত, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
______ভরিয়া দিয়াছ প্রাণ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভাল তুমি, কত ভালোবাস
______গেয়ে যাই এই গান।

Error: View e71e7f42sf may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *