মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা ।
আসা বহল পাত ফল বাহা ॥
বরগুরু-বঅণে কুঠারেঁ ছীজই ।
কাহ্ণ ভণই তরু পূণ ন উঅজই ॥
বাঢ়ই সো তরু সুভাসুভ পাণী ।
ছেবই বিদুজন গুরু পরিমাণী ॥
জো তরু ছেব ভেবউ ণ জাণই ।
সড়ি পড়িআঁ রে মূঢ় তা ভব মাণই ॥
সুণ তরুবর গঅণ কুঠার ।
ছেবহ সো তরু মূল ন ডাল ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
পঞ্চেন্দ্রিয় শাখা মন-তরুটাতে,
আশারূপ ফল পাতা শোভা পায় তাতে।
সদ্গুরু কাটে তরু বচন-কুড়ালে;
কানু বলে, এ-জীবন পাবে না, ফুরালে।
সেই তরু বাড়ে পাপপুণ্যের জলে,
বিদ্বান্ কাটে তারে গুরু-কৃপা-বলে।
তরুটার ছেদ-ভেদ না-জানে যে-বোকা
পৃথিবী সত্য ভেবে খায় সে যে ধোঁকা।
শূন্য সে-তরুবর, আকাশ কুড়াল–
শিকড়ে বসাও কোপ, ছেঁটো না রে ডাল।
Error: View 329bdb9bsf may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন