চিঅ সহজ সুণ সংপুন্না ।
কান্ধ বিয়োএ মা হোহি বিসন্না ॥
ভণ কইসে কাহ্ণ নাহি ।
ফরই অনুদিন তোলাএ সমাই ॥
মুঢ়া দিঠ নাঠ দেখি কাঅর ।
ভাগ তরঙ্গ কি সোসই সাঅর ॥
মুঢ়া আছন্তে লোঅ ন পেখই ।
দুধ মাঝেঁ লড় ণ আছন্তেঁ দেখই ॥
ভব জাই ণ আবই এসু কোই ।
অইস বিলসই কাহ্নিল জোই ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
শূন্যে পূর্ণ চিত্ত সহজে,
কাঁধ ভেঙে গেলে দুঃখ নেই;
কানু ম’রে গেছে, তোমরা কহ যে–
সে আছে ত্রিলোকে সবখানেই।
দৃশ্যলোপে যে বুক-দুরুদুরু,
ঢেউ কি কখনও শোষে সাগর?
দেখে না চক্ষু-বিহীন মূঢ়
দুধে-মিশে-থাকা দুধের সর।
আসে না যায় না কেউ এ-ঠাঁই,
এই বুঝে কানু আছে তোফাই।
Error: View 329bdb9bsf may not exist
আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন