জো মণ-গোঅর আলাজালা ।
আগম পোখী ইট্ঠা মালা ॥
ভণ কইসেঁ সহজ বোলবা জাই ।
কাঅবাক্ চিঅ জসু ণ সমাই ॥
আলেঁ গুরু উএসই সীস ।
বাক্ পথাতীত কহিব কীস ॥
জেতই বোলী তেতবি টাল ।
গুরু বোব সে সীসা কাল ॥
ভণই কাহ্ন জিণরঅণবি কইসা ।
কাল বোবেঁ সংবোহিঅ জইসা ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

মনোগোচর যা, তা-ই ধোঁকা,
আগমপুথি, তসবিমালা।
অতীন্দ্রিয় সহজ আমি
ব্যাখ্যা করি কোন্ ভাষাতে?
বৃথাই, গুরু, শিষ্যটিকে
মাথামুণ্ডু চাও বোঝাতে,
কথায় বাড়ে প্রমাদ শুধু–
গুরু সে বোবা, শিষ্য কালা!
কানু বলেন, সহজ এই:
বোবায় বোঝে, বললে কালা।

 

Error: View 329bdb9bsf may not exist

আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *