সূনকরুণরে অভিন চারেঁ কাঅবাক্ চিএ।
বিলসই দারিক গঅণত পারিমকূলে ॥
অলখ লখচিত্তা মহাসুহে ।
বিলসই দারিক গঅণত পারিমকূলে ॥
কিংতো মন্তে কিংতো তন্তে কিংতো রে ঝাণবখানে ।
অপইঠান মহাসুহলীলে দুলখ পরম নিবাণেঁ ॥
দুংখেঁ সুখেঁ একু করিআ ভুঞ্জহ ইন্দিজালী ।
স্বপরাপর ন চেবই দারিক সঅল অনুত্তর মাণী ॥
রাআ রাআ রাআ রে অরর রাঅ মোহেঁ রে বাধা ।
লুইপাঅ-পসাএঁ দারিক দ্বাদশ ভূঅণেঁ লাধা ॥
অনুবাদ
সুব্রত অগাস্টিন গোমেজ
শূন্য-করুণা, কায়-বাক্-চিৎ, এই অভিন্নাচারে
বিলাসে দারিক মত্ত হলেন আকাশের পরপারে।
অলক্ষ্যকেই বিলোকন ক’রে, মহাসুখ-অভিসারে
বিলাসে দারিক মত্ত হলেন আকাশের পরপারে।
কী তোর মন্ত্রে, কী তোর তন্ত্রে, কী ধ্যান-ব্যাখ্যানেই?
অপ্রতিষ্ঠ মহাসুখ যদি, নির্বাণ তবে নেই।
দুঃখ ও সুখ সম জ্ঞান ক’রে, ইন্দ্রিয়-উপভোগ,
আপন-পরের ভেদ ভুলে যেতে, দারিক করেন যোগ।
রাজা রাজা রাজা, আছে যত রাজা, সবাই ফক্কিকার–
দ্বাদশ দেশের রাজা এ-দারিক, লুইপাদ গুরু যার।