আধরাতি ভয় কমল বিকসিউ ।
বতিস জোইণি তসু অঙ্গ উল্লসিউ ॥
চালিঅ সসহর মাগে অবধুই ।
রঅণহু সহজে কহেই ॥
চালিঅ সসহর গউনীবাণোঁ ।
কমলিনী কমল বহই পণালেঁ ॥
বিরমানন্দ বিলক্খণ সূধ
জো এথু বুঝই সো এথু বুধ ॥
ভুসুকু ভণই মইবু ঝিঅ মেলেঁ ।
সহজানন্দ মহাসু্হ লীলে ॥

 

অনুবাদ

সুব্রত অগাস্টিন গোমেজ

আধেক রাতভর পদ্ম ফোটে রাশি-রাশি,
হ’ল রে বত্রিশ যোগিনী-দেহ উল্লাসী।
চাঁদটা পার হ’য়ে যায় রে অবধূতি-সেতু,
রত্ন গুণে হয় সহজ চির-প্রকাশিত।
নির্বাণের খালে চালানো হ’ল শশধরে,
মৃণালে সরোবর পদ্ম যেরকম ধরে।
বিরমানন্দ যে বিলক্ষণ পরিশুদ্ধ
যে বোঝে এইখানে, কেবল সে-ই হয় বুদ্ধ।
ভুসুকু বলে তবে, পেয়েছি তার সাথে মিলে
সহজানন্দের নিত্য মহাসুখ-লীলে!

 

Error: View 178cabf2nw may not exist

আপনি যদি কবিতার আকাশে লিখতে চান তাহলে রেজিস্ট্রেশন করুন

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *