নীল নবঘনে আষাঢ়গগনে
____তিল ঠাঁই আর নাহি রে।
ওগাে, আজ তােরা যাস নে ঘরের
____________বাহিরে।
বাদলের ধারা ঝরে ঝরঝর,
আউশের খেত জলে ভরভর,
কালিমাখা মেঘে ওপারে আঁধার
____ঘনিয়েছে, দেখ্ চাহি রে।
ওগাে, আজ তােরা যাস নে ঘরের
____________বাহিরে॥
ওই ডাকে শােনাে ধেনু ঘনঘন,
____ধবলীরে আনাে গােহালে।
এখনি আঁধার হবে, বেলাটুকু
____________পােহালে।
দুয়ারে দাঁড়ায়ে ওগাে দেখ্ দেখি
মাঠে গেছে যারা তারা ফিরিছে কি।
রাখালবালক কী জানি কোথায়
____সারাদিন আজি খােয়ালে।
এখনি আঁধার হবে, বেলাটুকু
____________পােহালে॥

শােনো শােনাে ওই পারে যাবে ব’লে,
____কে ডাকিছে বুঝি মাঝিরে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে
____________আজি রে।
পুবে হাওয়া বয়, কূলে নেই কেউ,
দু কূল বাহিয়া উঠে পড়ে ঢেউ,
দরদর বেগে জলে পড়ি জল
____ছলছল উঠে বাজি রে।
খেয়া-পারাপার বন্ধ হয়েছে
____________আজি রে॥
ওগাে, আজ তােরা যাস নে গাে, তােরা
____যাস নে ঘরের বাহিরে।
আকাশ আঁধার, বেলা বেশি আর
____________নাহি রে।
ঝরঝর ধারে ভিজিবে নিচোল,
ঘাটে যেতে পথ হয়েছে পিছল,
ওই বেণুবন দুলে ঘনঘন
____পথপাশে দেখ্ চাহি রে।
ওগাে, আজ তােরা যাস নে ঘরের
____________বাহিরে॥

Error: View cf51603hfl may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *