তারা একটি দুটি তিনটি করে এল
তখন বিষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা একটি দুটি তিনটি করে এল।
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা, পাখির পাখা
উঠছে কেঁপে কেঁপে।
তখন একটি দুটি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে
তারা বলেলে, ও ভাই ঝাউয়ের শাখা,
বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছ নাকি?
যখন বললে তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।
যখন ছড়িয়ে গেল ডালপালাতে
সবাই দলে দলে
তখন ঝাউয়ের শাখায় পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন হীরে-মানিক জ্বলে
তখন থমকে দাঁড়ায় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা ?
তোমরা কি ভাই নীল আকাশের তারা?
আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা
তারা নই ক নই ক তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।

Error: View d967fb9zmt may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *