হাওয়া বয় শনশন
তারারা কাঁপে।
হৃদয়ে কি জং ধরে
পুরনো খাপে!
কার চুল এলোমেলো
কী বা তাতে আসে গেল!
কার চোখে কত জল
কেবা তা মাপে?
দিনগুলো কুড়াতে
কত কী তো হারাল
ব্যথা কই সেই ফলা-র
বিধেঁছে যা ধারালো!
হাওয়া বয় শনশন
তারারা কাঁপে।
জেনে কী বা প্রয়োজন
অনেক দূরে বন
রাঙা হলো কুসুমে, না
বহ্নিতাপে?
হৃদয় মর্চে ধরা
পুরনো খাপে!
Error: View 025c329dwl may not exist
প্রেমের কবিতাসমূহ
Error: View b6c189blmh may not exist