এত হাসি কোথায় পেলে
এত কথার খলখলানি
কে দিয়েছে মুখটি ভরে
কোন বা গাঙের কলকলানি।
কে দিয়েছে রঙিন ঠোঁটে
কলমি ফুলের গুলগুলানি।
কে দিয়েছে চলন-বলন
কোন সে লতার দুলদুলানি।
কাদের ঘরে রঙিন পুতুল
আদরে যে টুইটুবানি।
কে এনেছে বরণ ডালায়
পাটের বনের বউটুবানি।
কাদের পাড়ায় ঝামুর ঝুমুর
কাদের আদর গড়গড়ানি।
কাদের দেশের কোন সে চাঁদের
জোছনা ফিনিক ফুলছড়ানি।
তোমায় আদর করতে আমার
মন যে হল উড়উড়ানি
উড়ে গেলাম সুরে পেলাম
ছড়ার গড়ার গড়গড়ানি।
Error: View 0df3ceff8n may not exist

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *